১৫ মার্চ, ২০২৩ | ৩:০১ অপরাহ্ণ
উখিয়া সংবাদদাতা
কক্সবাজারের উখিয়ার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ রশিদ (৩৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ রশিদ বালুখালী ক্যাম্পের বাসিন্দা ও একটি এনজিওর স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন।
বুধবার (১৫ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলী জানান, রাতে এপিবিএন থেকে ফোন করে আমাদের জানালে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে নেওয়া হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ