চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে প্রাথমিকের ৫১ প্রধান শিক্ষক পেল ল্যাপটপ

টেকনাফ সংবাদদাতা

১৩ মার্চ, ২০২৩ | ১১:০১ অপরাহ্ণ

‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ প্রতিপাদ্য নিয়ে টেকনাফে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু হয়েছে।

 

সোমবার (১৩ মার্চ) সকাল ১০টায় এ উপলক্ষ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ল্যাপটপ বিতরণ করা হয়।

 

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বদি।

 

টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত সহকারী শিক্ষা অফিসার আশিষ বোসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার গৌরচন্দ্র দে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর।

সভায় টেকনাফ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬২ জন প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে সরকারি বরাদ্দের ৫১টি ল্যাপটপ বিতরণ করা হয়।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট