১৩ মার্চ, ২০২৩ | ৪:৩৫ অপরাহ্ণ
মহেশখালী সংবাদদাতা
কক্সবাজারের মহেশখালীর যুবলীগের সম্মেলন চলাকালে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। তবে চরম হট্টগোল সৃষ্টি হয়ে বিশৃঙ্খলা হয়। পরে উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী মোহাম্মদ শাহ্জান ও সম্পাদক প্রার্থীদের অনুরোধে আগত নেতাকর্মীরা শান্ত হয়।
সোমবার (১৩ মার্চ) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বাবুদীঘি পাড়ে উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ মারামারির ঘটনা ঘটে।
জানা গেছে, সম্মেলন শুরুর মুহূর্তে দুইজন সভাপতি প্রার্থীদের অনুসারীরা সম্মেলনে বসা নিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন। এক পর্যায়ে দুই পক্ষের অনুসারীরা একজন অপর জনকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারতে থাকে। এ সময় চেয়ারের আঘাতে কেউ তেমন গুরুতর আহত হয়নি। এ ঘটনায় দূর দূরান্ত থেকে আসা যুবলীগের নেতাকর্মীরা বর্তমান আহবায়ক কমিটির অব্যাপস্থনার দিকে আঙুল তুলেছেন।
সম্মেলন স্থলে স্থানীয় সংসদ সদস্য, জেলা-উপজেলা আওয়ামী লীগ-যুবলীগের নেতা ছাড়া ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা।
পূর্বকোণ/পিআর/এসি