১৩ মার্চ, ২০২৩ | ১১:০৩ পূর্বাহ্ণ
হাটহাজারী সংবাদদাতা
চট্টগ্রামের হাটহাজারীতে হালদার পয়েন্ট থেকে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আট ট্রাক বালু জব্দ করা হয়েছে।
জরিমানা প্রাপ্তরা হলেন- নাজিরহাট এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. মানিক ও ফরহাদাবাদ এলাকার আব্দুল মিয়ার ছেলে মো. হাসান মিয়া।
সোমবার (১৩ মার্চ) ভোর ৪টা থেকে শুরু হয়ে সকাল ৭ টা পর্যন্ত উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট কলেজ সংলগ্ন হালদা পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘হালদা নদী থেকে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এ দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দ করা আট ট্রাক বালু ফরহাদাবাদ সেইফ হোমে দেওয়া হয়েছে।’
হালদা নদীর মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
পূর্বকোণ/পিআর/এসি