চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভোট ঘনাচ্ছে, বাড়ছে অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

১২ মার্চ, ২০২৩ | ১১:১৩ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে ব্যস্ত হয়ে পড়েছেন তিন প্রার্থী। আগামী ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম রাজার নির্বাচনী পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন তার প্রধান নির্বাচনী এজেন্ট সাবেক রাষ্ট্রদূত এসএম আবুল কালাম। একই ধরনের অভিযোগ করেছেন অন্য দুই প্রার্থীও।

 

গত ৯ মার্চ সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী শাহজাদা এসএম মিজানুর রহমানের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট এসএম আবুল কালাম। নৌকা প্রতীকের নির্বাচনী পোস্টার-ব্যানার ছিঁড়ে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার সাঁটানোর অভিযোগ করেছেন তিনি। অভিযোগে বলা হয়েছে, আনারস প্রতীকের প্রার্থী শাহজাদা এসএম মিজানুর রহমানের কর্মী-সমর্থকেরা কধুরখীল চৌধুরী হাটের পূর্ব পাশে, কধুরখীল ইউনিয়ন পরিষদের সামনে, চরণদ্বীপ ভরা পুকুর পাড়, দাশের দিঘির পশ্চিম-দক্ষিণ পাশের মোড়ে, কালুরঘাট ব্রিজের পূর্ব পাশে ও সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে নৌকার পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলেছে। শাহজাদা মিজান দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করার কথাও বলা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগপত্র প্রেরণ করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, ‘নির্বাচনী পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা সংক্রান্ত কোনো অভিযোগ এই পর্যন্ত পায়নি। অভিযোগ হাতে পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহজাদা এসএম মিজানুর রহমান। তিনি বলেন, ‘তারা আমার নির্বাচনী পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলছে। আর উল্টো অভিযোগ আনছেন আমার বিরুদ্ধে।’

 

শাহজাদা মিজান অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও উপজেলার বিভিন্ন স্থানে ঝুলানো আনারস প্রতীকের পোস্টার-ব্যানার ছিঁড়ে নৌকা প্রতীকের পোস্টার ব্যানার লাগিয়ে দিচ্ছেন। আমি এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’

 

অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী কাজী আয়েশা ফারজানাও একই ধরনের অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘আমার দোয়াত-কলম প্রতীকের পোস্টার ব্যানারও ছিঁড়ে ফেলা হচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থীর কর্মী সমর্থকেরা এখন পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, ‘দুই স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ পাওয়ার পর তা রিটার্নিং কর্মকর্তা মহোদয়ের কাছে পাঠানো হয়েছে।’

পূর্বকোণ/একে

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট