চট্টগ্রাম রবিবার, ০৪ জুন, ২০২৩

সর্বশেষ:

১১ মার্চ, ২০২৩ | ৮:২২ অপরাহ্ণ

চবি সংবাদদাতা

বঙ্গবন্ধুর সমাধিসৌধে চবির নবনিযুক্ত শিক্ষকদের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের নবনিযুক্ত প্রভাষকবৃন্দ। শনিবার (১১ মার্চ) তাঁরা এ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

 

মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. শাহ নেওয়াজ চৌধুরী এবং ওশানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক সায়েদুল ইসলাম সরকারের নেতৃত্বে এ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।

 

এ সময় চবি শিক্ষকরা পঁচাত্তরের ১৫ আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে সুখী সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গবেষণা নির্ভর জ্ঞান সৃজনের প্রতি সচেষ্ট থাকার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

 

এতে উপস্থিত ছিলেন মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের নবনিযুক্ত প্রভাষক ইশতিয়াক আহমেদ চৌধুরী, রায়হানুর ইসলাম রাসেল, সৌরভ সাহা জয়, মিঠু রঞ্জন সরকার এবং ওশানোগ্রাফি বিভাগের নবনিযুক্ত প্রভাষক মো. আতিকুল ইসলাম মন্ডল, মোহাম্মদ রোকন উদ্দিন, মো. শিপন হোসেন, জাহিদ হাসান নাহিদ, উম্মে তাহুরা এবং উম্মে ইফফাত।

 

বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষরের পাশাপাশি শিক্ষকবৃন্দ বঙ্গবন্ধুর আদিবাড়ি, বঙ্গবন্ধু জাদুঘর এবং সমাধি কমপ্লেক্সের গণগ্রন্থাগার পরিদর্শন করেন।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট