চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

মার্চের শুরু থেকেই পশ্চিমাবিরোধী দেয়াল লিখনে ব্যস্ত ছিলাম

এনায়েত হোসেন মিঠু, মিরসরাই

১১ মার্চ, ২০২৩ | ১১:৩৩ পূর্বাহ্ণ

উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের জোড়পূণি গ্রামের কাদিরবক্স ভূঁইয়া বাড়ির সিরাজ-উদ্-দৌলা প্রকাশ সিরাজ দারোগার সেঝ ছেলে বীর মুক্তিযোদ্ধা ইউসুপ আব্দুল্লাহ্ধসঢ়; হারুণ উত্তাল মার্চের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘১৯৭১ এর মার্চ মাস। তখন আমি নিজামপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র।  পাকিস্তান শোষকদের বিরুদ্ধে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে ছাত্র এবং সাধারণ জনতা ক্ষোভে ফুঁসে উঠছিলো। আমি এবং আমার বন্ধু শহীদ  সিরাজুল মোস্তফা মিছিলের স্লোগান সংগ্রহ তৈরি এবং দেয়াল লিখনে ব্যস্ত সময় পার করছিলাম। মার্চের শুরুতেই আমরা পশ্চিমাদের বিরুদ্ধে নানান স্লোগান আর দেয়াল লিখন নিয়ে ব্যস্ত ছিলাম।’

বীর মুক্তিযোদ্ধা ইউসুপ আব্দুল্লাহ্ হারুণ বর্তমানে সপরিবারে বসবাস করছেন কুমিল্লায়। তিনি বলেন, ‘আমার হাতের পোস্টার আর দেয়াল লিখন, আমার কন্ঠে মিছিলের স্লোগান সেসময় অনেককে আন্দোলিত করতো বলে আমার জ্যেষ্ঠজনরা আমাকে উৎসাহ দিতো। পরে আমি আমার বড় ভাই মুক্তিযুদ্ধকালীন বিএলএফ কমান্ডার এ এফ এম নিজামের নেতৃত্বে প্রত্যক্ষ যুদ্ধে অংশ নিই। একই কমান্ডে যুদ্ধ করেছিলো আমার বন্ধু মেধাবী ছাত্র সিরাজুল মোস্তফা। ওই বছর সেপ্টেম্বর মাসে পাকিস্তানি জান্তারা এ দেশীয় দোসরদের ষড়যন্ত্রে তাঁকে নির্মমভাবে হত্যা করে।’

বীর মুক্তিযোদ্ধা ইউসুপ আব্দুল্লাহ্ হারুণ জানান, ‘মার্চের শুরুতেই মিরসরাইয়ের ছাত্র সমাজ রাস্তায় নেমে পড়ে। ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন প্রায় ৩ হাজার মানুষ ঢাকায় যায় জনসভায় অংশ নিতে। আবার একই দিন মিরসরাইয়ে তৎকালীন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ফজলুল হক বিএসসি ও তৎকালীন এমপিএ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নেতৃত্বে মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে একটি জনসভা আহ্বান করা হয়। ওই জনসভায় বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার কথা বারবার উচ্চারিত হয়।’

দেয়াল লিখন, পোস্টার ও মিছিলে স্লোগান দেয়ার বিষয়ে হারুণ বলেন, ‘প্রথমে আমরা  নিজামপুর কলেজ থেকে দেয়াল লিখন শুরু করি। মার্চের প্রথম দিকে স্লোগান ও দেয়াল লিখনের ধরন ছিল এমন- ‘বাঁশের লাঠি তৈরি কর, বাংলাদেশ স্বাধীন কর’ এমন স্লোগান কয়েকদিনের ব্যবধানে পরিবর্তিত হয়ে রূপ নেয় ‘বীর-বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর’। এর সঙ্গে আপামর মানুষের কণ্ঠে ছিল, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’। এছাড়া আমরা তখন নিজেদের লেখা অনেক কবিতা প্রচার পত্রের মত বিলি করতাম।’

পূর্বকোণ/একে

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট