চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লাইসেন্সবিহীন গাড়ি, হেলমেট না পরায় ২৯ মামলা

বোয়ালখালী সংবাদদাতা

১০ মার্চ, ২০২৩ | ১০:৫৪ অপরাহ্ণ

রেজিস্ট্রেশন-লাইসেন্সবিহীন গাড়ি, যত্রতত্র পার্কিং ও হেলমেট না পরে গাড়ি চালানোর অপরাধে বোয়ালখালীতে ২৯টি মামলা হয়েছে। পাশাপাশি ৫১ হাজার ৬’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শুক্রবার (১০ মার্চ) উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন এ অভিযান পরিচালনা করেন।

 

তিনি জানান, সড়ক পরিবহন আইনে ২৪ জনকে ও স্থানীয় সরকার পৌরসভা আইনে ৫টি মামলায় ৫১ হাজার ৬’শ টাকা জরিমানা করা হয়েছে।

 

এর মধ্যে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪ ধারা লঙ্ঘনে ৬৬ ধারায় ১ জনকে ১০ হাজার টাকা, রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালানোয় ২ জনকে ১৮ হাজার টাকা, হেলমেট না পরায় ২১ জনকে ২২ হাজার টাকা এবং যত্রতত্র পার্কিং করায় ৫ জনকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট