১০ মার্চ, ২০২৩ | ১০:৩৬ অপরাহ্ণ
লামা-আলীকদম সংবাদদাতা
বান্দরবানের লামায় পরিবারের উপর অভিমান করে সাবরিনা তারান্নুম মেঘলা নামে এক নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার গজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার।
শুক্রবার (১০ মার্চ) রাত সাড়ে ৭টায় শ্বশুর বাড়িতে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। নিহত এই উপ-সহকারী মেডিকেল অফিসার লামা পৌরসভার মধুঝিরি এলাকার মো. শওকত ও লামা হাসপাতালের সিনিয়র নার্স শাহিনা আক্তারের মেয়ে।
তাঁর পরিবার জানায়, পারিবারিক বিষয় নিয়ে সাবরিনা তারান্নুম মেঘলা ও তার স্বামীর সাথে কিছু মনমালিন্য চলছিল। শুক্রবার বিকেলে মেঘলাকে তার বাবা এ নিয়ে শাসন করলে সে অভিমান করে শ্বশুর বাড়িতে চলে যায়। শুক্রবার রাত সাড়ে ৭টায় শ্বশুর বাড়ির দ্বিতীয় তলায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে লামা সরকারি হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল করা হয়েছে।
পূর্বকোণ/রফিক/মামুন/পারভেজ