৯ মার্চ, ২০২৩ | ৮:১৯ অপরাহ্ণ
আনোয়ারা সংবাদদাতা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রামের আনোয়ারা প্রেস ক্লাবের নেতারা। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ্ সুমন, যুগ্ম সম্পাদক এম জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক মো. ইমরান হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম সাজ্জাদ ও সাংবাদিক নেজাম উদ্দিন।
পরে জাতির জনকের কবর জেয়ারত ও দোয়া মোনাজাত শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পাঠাগার পরিদর্শন করেন সাংবাদিক নেতারা।
পূর্বকোণ/এএইচ