চট্টগ্রাম মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

সর্বশেষ:

৯ মার্চ, ২০২৩ | ৩:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

বান্দরবানে স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন

বান্দরবানে স্বামী হত্যার দায়ে হাসিনা বেগম (৫৬) নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত হাসিনা আলীকদম উপজেলার ২৯১ নম্বর তৈনাফ মৌজা ইউনুস মেম্বার পাড়ার কালরঝিরি এলাকার মৃত কোরবান আলীর স্ত্রী ও লামা উপজেলার রূপসী পাড়া এলাকার মোসলেম শেখের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইকবাল করিম। তিনি জানান, আলীকদম উপজেলার বাসিন্দা কোরবান আলীর সঙ্গে সামাজিকভাবে হাসিনা বেগমের বিয়ে হয়। ১৯৯৩ সালের ২৭ মার্চ সাইফুল ও রবিউল কোরবান আলীর ঘরে ঢুকে কোরবান আলীকে কুপিয়ে হত্যা করেছে বলে খবর পান। ২৮ মার্চ নিহতের চাচাত ভাই এরশাদ মিঞা মমতাজ বাদী হয়ে চাচাতো ভাইয়ের স্ত্রী হাসিনা বেগম ও মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে লামা থানায় হত্যা মামলা করেন। সাক্ষ্য প্রমাণে হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত হাসিনার দণ্ডাদেশ দেন। অপর আসামি সাইফুল ইসলামকে বেকসুর খালাস দেন।

পূর্বকোণ/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট