চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চারদিন পরে বিদ্যুৎ ফিরে পেলো দুই শতাধিক পরিবার ও প্রতিষ্ঠান

সৌমিত্র চক্রবর্তী

৯ মার্চ, ২০২৩ | ১:২৮ অপরাহ্ণ

সীতাকুণ্ডের সোনাইছড়িতে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণের ঘটনায় মামলা হলেও তিন দিনেও কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশের দাবি এজাহারভুক্ত আসামিরা সবাই পলাতক আছে। এদিকে ঘটনার পর ইতিমধ্যে ৫ দিন অতিবাহিত হলেও এখনো কারখানার ভেতরের ধংসস্থল আগের মতোই আছে। তদন্তের প্রয়োজন ও ঝুঁকির কারণে এখনো সরানো হয়নি ধংসস্তূপ। গতকাল বুধবার কারখানার ভেতরে নিজস্ব আনসার ও কয়েকজন পুলিশ ছাড়া কাউকে দেখা যায়নি। অন্যদিকে বিস্ফোরণের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই শতাধিক পরিবার ও ১০টি কারখানায় পুনরায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। ফলে আতংকের মধ্যেও কিছুটা স্বস্তি ফিরেছে এলাকায়।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার বিকাল আনুমানিক সাড়ে ৪টায় সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুরে অবস্থিত সীমা অক্সিজেন কারখানায় ভয়াবহ বিষ্ফোরণের পর ৭ জন নিহত ও ২৭ জন আহত হন।

 

তবে এখনো পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার হয়নি। অন্যদিকে এ ঘটনার পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলো দারুন উদ্বেগ-উৎকন্ঠায় বসবাস করলেও ঘটনার চারদিন পর ঐ এলাকার বিদ্যুৎ সংযোগ পুনরায় স্বাভাবিক করতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। ফলে মঙ্গলবার রাত থেকে বিদ্যুৎ ফিরে পায় দুই শতাধিক পরিবার ও শিল্প প্রতিষ্ঠানগুলো।

 

এদিকে সরেজমিনে ঐ এলাকায় ঘুরে দেখা গেছে, এখনো কারখানাটির ভেতরের পরিবেশ আগের মতোই আছে। চারিদিকে ধংসস্তূপ। পুড়ে যাওয়া গাড়ি, ভেঙে পড়া ভবনের অংশ, হাজার হাজার সিলিন্ডার বোতলসহ সব কিছুই প্রথম দিনের মতোই এলোমেলো পড়ে আছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের আগে এগুলো সরানোর কোন সম্ভাবনা নেই বলে একটি সূত্র জানিয়েছে। তদন্ত কমিটির এক সদস্য সীতাকু- উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, আমাদের কমিটির কাজ চলছে। ৫ দিনের মধ্যে রিপোর্ট দেবার কথা। সেই হিসেবে বৃহস্পতিবার রিপোর্ট দেবার কথা রয়েছে। সেই ভাবেই প্রস্তুতি চলছে। আর ভবনটি এখন কার্যক্রম পরিচালনা করার মতো উপযুক্ত নেই। আর কর্তৃপক্ষেরও কোন হদিস নেই। তারা থাকলে এসব বিষয়ে কথা বলা যেত।

 

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, সীমা অক্সিজেনে দুর্ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগ তুলে নিহত এক শ্রমিক আব্দুল কাদের মিয়ার স্ত্রী রেজিয়া বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

পূর্বকোণ/একে

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট