চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সীমা অক্সিজেনে নিহতের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা প্রদান

সীতাকুণ্ড সংবাদদাতা

৮ মার্চ, ২০২৩ | ১০:২২ অপরাহ্ণ

সীতাকুণ্ডের সোনাইছড়ির কেশবপুরে অবস্থিত সীমা অক্সিজেনে ভয়াবহ বিষ্ফোরণে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে নগদ ২ লাখ টাকা করে প্রদান করেছে প্রতিষ্ঠানটির মালিক পক্ষ। এছাড়া নিহতদের পরিবারের কেউ উপযুক্ত থাকলে তাকে চাকুরি প্রদান করা হবে। বুধবার সীতাকুণ্ড প্রেস ক্লাবে প্রদানকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সীমা অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপক মো. ইফতেখার উদ্দিন।

 

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ৪ মার্চ সীমা অক্সিজেন লিমিটেডে দুর্ঘটনায় নিহত ৭ শ্রমিকের প্রত্যেক পরিবারকে শ্রম আইন অনুযায়ী ২ লাখ টাকা (পে-অর্ডার) করে প্রদানের জন্য টাকা শ্রম আদালতে জমা করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত শ্রমিকদের যাবতীয় চিকিৎসা ব্যায় বহন করবে প্রতিষ্ঠান। এমনকি তারা সুস্থ না হওয়া পযন্ত তাদের বেতনসহ অন্যান্য সুযোগ সুবিধাও চলমান থাকবে। এছাড়া যারা নিহত হয়েছেন তাদের পরিবারের চাকুরি করার উপযুক্ত কেউ থাকলে তাকে চাকুরি দেবে প্রতিষ্ঠান। এর আগে নিহত শ্রমিকদের দাফনের জন্য নগদ ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

 

পূর্বকোণ/সৌমিত্র/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট