চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

টেকনাফে দুই গ্রুপের সহিংসতায় নারী গুলিবিদ্ধ, পাঁচজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৭ মার্চ, ২০২৩ | ১০:৫৯ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে দুই গ্রুপের সহিংসতায় নারী গুলিবিদ্ধের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার (৬ মার্চ) ভোর রাতে রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১৫।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নাছির উদ্দিন (৩৫), রেজাউল করিম প্রকাশ পুতিয়া ডাকাত (২৯), জসিম উদ্দিন টিপু (৩৬), গুরা মিয়া (৫৫) ও রবিউল আলম (২২)।

 

মঙ্গলবার (৭ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোহাম্মদ আবু সালাম চৌধুরী।

পূর্বকোণকে তিনি বলেন, গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন- রঙ্গীখালীতে দুই গ্রুপের সহিংসতায় নারী গুলিবিদ্ধের ঘটনায় তারা জড়িত। তাদের সবার বিরুদ্ধেই টেকনাফ থানায় মামলা রয়েছে। এছাড়া তারা প্রত্যেকেই ওই সহিংসতার মামলায় জড়িত।

 

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট