৬ মার্চ, ২০২৩ | ১১:২৫ অপরাহ্ণ
লোহাগাড়া সংবাদদাতা
লোহাগাড়া উপজেলার পদুয়ায় পুকুরে ডুবে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডস্থ আলী সিকদার পাড়ায় এ দূর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিয়াকত আলী।
কন্যাশিশুর নাম জাইমা আক্তার। তার বয়স আড়াই বছর। সে আলী সিকদার পাড়া এলাকার প্রবাসী জামাল উদ্দীনের একমাত্র কন্যা।
জানা যায়, পরিবারের অজান্তে খেলতে খেলতে শিশুটি কোন এক সময় পুকুরে পড়ে যায়। পরক্ষণে খোঁজাখুঁজি করে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ