চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সালাউদ্দিনের লাশ নিতে মর্গে দুই স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

৬ মার্চ, ২০২৩ | ১১:১৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হওয়া সালাউদ্দিনের মরদেহ নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দুই স্ত্রী হাজির হন। গতকাল রবিবার বেলা ১১টার দিকে তাঁর লাশ নিতে মর্গে আসেন রোজিনা বেগম ও সেলিনা বেগম নামে দুই স্ত্রী। যা নিয়ে প্রথম দিকে ‘লঙ্কাকাণ্ড’ ঘটলেও পরবর্তীতে যাচাই-বাছাই শেষে মরদেহ হস্তান্তর করা হয়।

 

রোজিনা জানান, ১৫ বছর আগে তাঁর সঙ্গে সালাউদ্দিনের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে আছে। তাঁর বাড়ি সীতাকুণ্ডের কুমিরা এলাকায়। তাঁর সঙ্গে গতকাল দুপুরে সালাউদ্দিনের কথা হয়েছিল। তিনি কাজে যাচ্ছিলেন বলে তাঁকে জানিয়েছিলেন। আর সেলিনা জানান, আট বছর আগে তার সঙ্গে সালাউদ্দিনের বিয়ে হলেও তাদের কোনো সন্তান নেই।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল জেলা পুলিশের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘মৃত সালাউদ্দিনের মরদেহ নিতে দুইজন এসেছিলেন। পরবর্তীতে যাচাইবাছাই শেষে সমঝোতার মাধ্যমে তাদের মরদেহটি বুঝিয়ে দেয়া হয়।

পূর্বকোণ/একে

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট