চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বনমোরগ পাচার চক্রের সদস্য গ্রেপ্তার, ২০ হাজার টাকা জরিমানা

হাটহাজারী সংবাদদাতা

৫ মার্চ, ২০২৩ | ১১:০৭ অপরাহ্ণ

হাটহাজারী উপজেলার চারিয়ার মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে বনমোরগ পাচার চক্রের আবু সাইদ নামে এক সদস্যকে গ্রেপ্তার করেছেন উপজেলা প্রশাসন। এ সময় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

রবিবার (৫ মার্চ) সন্ধ্যায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন। 

 

গ্রেপ্তার আবু সাইদ চারিয়ার বশির আহাম্মদের ছেলে। 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, পাহাড় থেকে বনমোরগ পাচার চক্রের এক সদস্য গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছয়টি বনমোরগ জব্দ করা হয়। বনমোরগ পাচারের বিষয়টি স্বীকার করায় তাকে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় সকলের সচেতনতা জরুরি। কেননা জীববৈচিত্র্য নষ্ট হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। এ বিষয়ে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট