চট্টগ্রাম সোমবার, ২০ মার্চ, ২০২৩

সর্বশেষ:

৫ মার্চ, ২০২৩ | ১১:০৭ অপরাহ্ণ

হাটহাজারী সংবাদদাতা

বনমোরগ পাচার চক্রের সদস্য গ্রেপ্তার, ২০ হাজার টাকা জরিমানা

হাটহাজারী উপজেলার চারিয়ার মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে বনমোরগ পাচার চক্রের আবু সাইদ নামে এক সদস্যকে গ্রেপ্তার করেছেন উপজেলা প্রশাসন। এ সময় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

রবিবার (৫ মার্চ) সন্ধ্যায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন। 

 

গ্রেপ্তার আবু সাইদ চারিয়ার বশির আহাম্মদের ছেলে। 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, পাহাড় থেকে বনমোরগ পাচার চক্রের এক সদস্য গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছয়টি বনমোরগ জব্দ করা হয়। বনমোরগ পাচারের বিষয়টি স্বীকার করায় তাকে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় সকলের সচেতনতা জরুরি। কেননা জীববৈচিত্র্য নষ্ট হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। এ বিষয়ে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট