চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্বর্ণের জন্য অভিমান, গৃহবধূর আত্মহত্যা

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

৫ মার্চ, ২০২৩ | ১০:৪২ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় স্বর্ণ অলংকারের জন্য স্বামীর সাথে অভিমান করে কোহিনুর আক্তার (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

 

রবিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার টৈটং ইউনিয়নের নতুনঘোনা এলাকার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

কোহিনুর আক্তার পেকুয়া সদর ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত নুরুল কবিরের মেয়ে।

 

কোহিনুরের মা মরিয়ম বেগম বলেন, গত ডিসেম্বরে টৈটং ইউনিয়নের নতুনঘোনা এলাকার আহমদ ছবির ছেলে মো. মিজানের সাথে সামাজিকভাবে বিয়ে হয় কোহিনুর আক্তারের। বিয়ের পর থেকে গলার আটআনা ওজনের একটা স্বর্ণের হার নিয়ে স্বামীর পরিবারের সাথে মনোমালিন্য ছিলো। রবিবার সকালে শাশুড়ির কাছে স্বর্ণের হারটা ফেরত চাইলে কোহিনুর আক্তারকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করা হয়। পরে স্বামীর সাথে কথা বলেও কোন সুরাহা না পেয়ে গলায় নিজের ওড়না পেঁচিয়ে আত্মত্যা করে সে।

 

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূ কোহিনুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট