৪ মার্চ, ২০২৩ | ১০:৫৭ অপরাহ্ণ
উখিয়া সংবাদদাতা
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী মরাগাছতলা ক্যাম্পে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ আব্দুল শুক্কুর (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শুক্রবার (৩ মার্চ) বিকালে পালংখালী ইউনিয়নের মরাগাছতলা ক্যাম্প-১১, সিআইসি অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল শুক্কুর পালংখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নলবনিয়া এলাকার জাকির হোসেনের ছেলে।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, অভিযান চালিয়ে আব্দুল শুক্কুর নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় দেহ তল্লাশি করে তার হেফাজতে থাকা ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ধৃত ও পলাতক মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ