চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, আরসার ৩ সদস্য গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

৩ মার্চ, ২০২৩ | ১১:১৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব-১৫ ও ৮ এপিবিএন এর যৌথ অভিযানে হত্যা মামলার ৩ আরসা সদস্যকে গ্রেপ্তার করেছে।

 

বৃহস্পতিবার (২ মার্চ) রাত ২ টায় উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আরসার সদস্যরা হলেন- ১২ নম্বর ক্যাম্পের ১২/জি-ব্লকের মৃত নূর আলমের ছেলে আছমত উল্লাহ (২১), ১৮ নম্বর ক্যাম্পের ৯/কে-ব্লকের মাওলানা রহমত উল্লাহর ছেলে আব্দুর রহমান (২৭) ও একই ক্যাম্পের ৮/কে-ব্লকের মৃত ফকির মাহমুদের ছেলে আবু সামা (২৮)।

 

শুক্রবার (৩ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫’র অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

 

তিনি জানান, র‌্যাব-১৫ ও ৮ এপিবিএনের সদস্যরা বৃহস্পতিবার রাত ২ টায় উখিয়ার ক্যাম্প-১৮ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামি আরসার তিন সদস্যকে গ্রেপ্তার করেন।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট