৩ মার্চ, ২০২৩ | ১০:১২ অপরাহ্ণ
লামা-আলীকদম সংবাদদাতা
বান্দরবানের লামায় এক ক্ষুদ্র নৃ গোষ্ঠী নারীকে ধর্ষণ মামলায় মো. কায়সার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার ৭দিন পর শুক্রবার (৩ মার্চ) বিকাল ৩টায় লামা-ফাঁসিয়াখালী সড়কের লাইনঝিরি মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে লামা থানা পুলিশ।
গ্রেপ্তার কায়সার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা ফুটেরঝিরি এলাকার আব্দুল্লাহর ছেলে।
গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপের ঘাটা এলাকার লাতুই পাড়ায় ক্ষুদ্র নৃ গোষ্ঠি বিধবা এক নারী বাড়ির পাশে শাক তুলতে গেলে কায়সার তাকে জোর করে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। এ ঘটনার একদিন পর শনিবার বিকেলে (২৫ ফেব্রুয়ারি) অভিযুক্ত মো. কায়সারের বিরুদ্ধে লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, গ্রেপ্তার আসামি কায়সারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
প্রসঙ্গত, ওই ক্ষুদ্র নৃ গোষ্ঠী নারীকে ধর্ষণ মামলার অন্যতম আসামি কায়সারকে গ্রেপ্তারের দাবিতে বান্দরবানে বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ করে।
পূর্বকোণ/রফিক/মামুন/পারভেজ