চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

বাঁশখালী সংবাদদাতা

২ মার্চ, ২০২৩ | ৫:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নে আগুন লেগে তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টায় ইউনিয়নের ৬ নম্বর ওর্য়ার্ডের নাটমুড়া গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ আহমদ জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সকালে নাটমুড়ার গুচ্ছগ্রামে মোহাম্মদ আলীর ঘরে আগুন লাগে। আগুন দ্রুত পাশ্ববর্তী মোহাম্মদ মোস্তাকিম ও তার ছোট ভাই মোহাম্মদ ইকবালের ঘরে ছড়িয়ে পড়ে। আগুন বাড়তে থাকে দ্রুত। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ৩০ মিনিটেই আগুন সব পুড়িয়ে ছাই করে দিয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিজের পরনের কাপড় ছাড়া সবকিছু পুড়ে গেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দিনসহ ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের কাছে ১৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেছেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট