চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

হাটহাজারীতে শিশু পরিবারের ৩ শিক্ষার্থী পেল সাইকেল

হাটহাজারী সংবাদদাতা

১ মার্চ, ২০২৩ | ১১:৪৮ অপরাহ্ণ

হাটহাজারী ফরহাদাবাদে শিশু পরিবারের ৩ এতিম শিক্ষার্থীকে সাইকেল উপহার দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসক।

 

বুধবার (১মার্চ) বিকালে জেলা প্রশাসকের পক্ষে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম এই সাইকেল প্রদান করেন।

তিনি জানান,গত মঙ্গলবার চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান উপজেলার ফরহাদাবাদ শিশু পরিবার পরিদর্শন করেন। শিশু পরিবারের তিনজন এতিম শিক্ষার্থীর মধ্যে একজন হাটহাজারী কলেজ ও দুইজন নাজিরহাট কলেজের শিক্ষার্থী। হাটহাজারীতে প্রতিদিন আসা যাওয়া করতে ৬০ টাকা ও নাজিরহাট কলেজে আসা যাওয়া করতে ৪০টাকা খরচ হয় তাদের। তাদের কলেজে যাতায়াতের সমস্যার কথা শুনে জেলা প্রশাসক আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি তাৎক্ষণিক ইউএনওকে ঐ তিন শিক্ষার্থীদের সাইকেল কিনে দেওয়ার নির্দেশ দেন।

 

সাইকেলপ্রাপ্ত শিক্ষার্থীরা হল- জাবেদ হোসেন মাসুম, নাজমুল আকতার সবুজ ও বোয়াল খাং লিরান বম। সাইকেল পেয়ে শিক্ষার্থীরা খুবই আনন্দিত এবং জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন ফরহাদাবাদ শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক সুব্রুত চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রকল্প অফিসের উপ-সহকারী আহসানুল হক প্রমুখ।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট