১ মার্চ, ২০২৩ | ২:০৮ অপরাহ্ণ
খাগড়াছড়ি সংবাদদাতা
খাগড়াছড়িতে পালিত হয়েছে জাতীয় বিমা দিবস ২০২৩। এ উপলক্ষে বুধবার (১ মার্চ) র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। বিমা দিবসে এবারের প্রতিপাদ্য ছিল ‘আমার জীবন আমার সম্পদ বিমা করলে থাকবে নিরাপদ’।
র্যালিটি টাউন হল থেকে শুরু হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক মিলনায়তনের আলোচনা সভায় মিলিত হয়।
এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক মুনতাসির জাহান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি স্থানীয় সরকারের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা। বক্তব্য রাখেন সন্ধানী লাইফ ইনসুরেন্স খাগড়াছড়ির পরিচালক মুহাম্মদ ইলিয়াস-উজ-জামান, ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের ইসমাইল হোসেন সবুজ এবং প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম।
বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সকলকে বিমা করার আহ্বান জানান।
র্যালিতে সন্ধান লাইফ ইনসুরেন্স, ন্যাশনাল লাইফ ইনসুরেন্সসহ বিভিন্ন বিমা প্রতিষ্ঠান এবং বিমা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারি ও গ্রাহকবৃন্দ অংশ নেন।
পূর্বকোণ/একে