২৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:০১ অপরাহ্ণ
কাপ্তাই সংবাদদাতা
রাঙ্গামাটির কাপ্তাই বাঙ্গালহালিয়াতে অভিযান চালিয়ে জ্বালানি কাঠসহ একটি চাঁদের গাড়ি জব্দ করেছে পাল্পউড বন বিভাগ।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিভাগীয় বন কর্মকর্তা মো. নুরুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদ হাসান। এ ঘটনায় রাঙ্গামাটি আদালতে গাড়িসহ একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি জানান, জ্বালানি কাঠসহ একটি চাঁদের গাড়ি জব্দ করা হয়েছে। গাড়িটির নম্বার- ফেনী- ঘ -০৫০০০৪। জ্বালানি কাঠের বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। এ অভিযান অব্যহত থাকবে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ