চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

উখিয়া ক্যাম্পে গুলিবিদ্ধ আরেক রোহিঙ্গা নেতার মৃত্যু

উখিয়া সংবাদদাতা

২৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৬:৪৯ অপরাহ্ণ

কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ রোহিঙ্গা নেতা আবদুর রহিম (৪৫) মারা গেছেন।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কক্সেবাজারের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী পূর্বকোণ অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১৬ ফেব্রুয়ারি তিনি আরসা সন্ত্রাসীদের গুলিতে আহত হন।

নিহত আবদুর রহিম বালুখালী তাজনিমার খোলা ১২ নম্বর ক্যাম্পের মৃত করিম উল্লাহর ছেলে।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা নেতা রহিমের লাশ ময়নাতদন্ত শেষে তার আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিহতের স্বজনেরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

 

এর আগে, আরসাবিরোধী খুতবা দেয়ায় মৌলভী শামসুল আলমকে অপহরণ করে তারা। পরে গতকাল শনিবার গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরেক রোহিঙ্গা নেতা মোহাম্মদ সলিমের।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট