চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাইয়ে এক কোটি ৩৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন পার্বত্যমন্ত্রীর

কাপ্তাই সংবাদদাতা

২৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:১৫ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ের চিৎমরমে এক কোটি ৩৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় চিৎমরম ওয়ার্ডে এই উন্নয়ন কাজের ভিত্তি স্থাপন করেন তিনি।

 

জানা যায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বিহারের ধারক দেওয়াল নির্মাণে ব্যয় হবে ৬০ লাখ টাকা ও বিহারের দেশনালয় নির্মাণ কাজে ব্যয় করা হবে ৭৫ লাখ টাকা।

এর আগে পার্বত্যমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন সাবেক জেলা পরিষদ সদস্য ও বর্তমান কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা। এসময় মন্ত্রী চিৎমরম বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ উঃ পামোক্ষা মহাথেরোর নিকট হতে পঞ্চশীল গ্রহণ করেন।

 

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, উন্নয়ন বোর্ডের সদস্য (বাস্তবায়ন) মো. হারুন অর রশিদ (উপ-সচিব), উন্নয়ন বোর্ডের সদস্য (প্রশাসন) ইফতেখার আহমেদ (যুগ্ম সচিব), রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম, ইউপি চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/কবির/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট