চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পেকুয়ায় বালুমহালে অভিযান, ‘স্যালো মেশিন’ জব্দ

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

২৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:০৮ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় বালুমহালে অভিযান চালিয়ে একটি স্যালো মেশিন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার টইটং ইউনিয়নের বটতলী জুমপাড়ায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুর্বিতা চাকমা ও সহকারী কমিশনার (ভূমি) জাহেদ হোসাইন।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুর্বিতা চাকমা। পূর্বকোণকে তিনি বলেন, টইটংয়ের বটতলী ছরায় একটি সিন্ডিকেট স্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে সকালে জুমপাড়া বটতলী ছরায় অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি স্যালো মেশিন জব্দ করা হয়েছে। মেশিনটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার জিম্মায় দেয়া হয়েছে। এটি নিলাম দেওয়া হবে।

স্থানীয়রা জানান, জুমপাড়া বটতলী ছরায় দীর্ঘদিন ধরে স্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় পল্লী চিকিৎসক ওসমান গনির নেতৃত্বে একটি শক্তিশালী সিন্ডিকেট। তারা প্রতিনিয়ত বালু তুলে বিভিন্ন জায়গায় বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নিজেদের পকেটভারী করছে ওই সিন্ডিকেট। সকালে প্রশাসন অভিযান চালিয়ে চিকিৎসক ওসমানের মেশিন নিয়ে গেছে।

পূর্বকোণ/জাহেদ/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট