২২ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:৫৬ অপরাহ্ণ
হাটহাজারী সংবাদদাতা
চট্টগ্রামের হাটহাজারীতে পানিতে ডুবে সাফা মারওয়া আক্তার নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে উপজেলার মেখল ইউনিয়নের কাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাফা কাজিপাড়া এলাকার আব্দুস সবুর বাড়ির সালাউদ্দিনের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম বলেন, ছাফা মারওয়া পরিবারের অজান্তে খেলতে গিয়ে বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পর পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তাকে পরিবারের লোকজন উদ্ধার করে। উদ্ধারের পর দ্রুত তাকে হাটহাজারী পৌরসদরের একটি বেসকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ