২১ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:১৪ অপরাহ্ণ
লোহাগাড়া সংবাদদাতা
অবৈধভাবে কৃষিজমির টপসয়েল ও টিলা কাটার দায়ে চট্টগ্রামের লোহাগাড়ায় জসিম উদ্দিন (৩৪) নামে একব্যক্তিকে দেড়লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার চরম্বা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
জসিম উদ্দিন চরম্বা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিবিবিলা এলাকার নুরুল কবিরের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জমির টপসয়েল কাটার অপরাধে একব্যক্তিকে দেড়লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/জেইউ/এএইচ