চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লোহাগাড়ায় ১০ বসতঘর পুড়ে ছাই, ৩০ লাখ টাকা ক্ষতি

লোহাগাড়া সংবাদদাতা

২১ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় খান মোহাম্মদ সিকদার পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

 

সোমবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় ৮ নম্বর ওয়ার্ডের খান মোহাম্মদ সিকদার পাড়ায় এ আগুনের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবদুস ছফুর।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হল- রফিক আহমদ, জিয়াবুল হক, আবদুল মজিদ, তৌহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, নুরুল আলম, নুরুল ইসলাম, নুরুল আজিম, মোহাম্মদ আইয়ুব ও মিজবাহ। অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।

জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের গোলযোগের কারণে জিয়াবুল হকের বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার পরপরই প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন।

স্থানীয় ইউপি সদস্য আবদুস ছবুর জানান, ক্ষতিগ্রস্তদের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তাতে ক্ষতিগ্রস্তরা আর্থিক দূরাবস্থার সম্মুখীন হয়েছেন।

লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রুবেল আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

পূর্বকোণ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট