চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পটিয়ায় শিশুদের শিক্ষাসামগ্রী তুলে দিলেন সংবাদকর্মীরা

প্রেস বিজ্ঞপ্তি

২১ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:০৮ অপরাহ্ণ

মহান ভাষা শহীদ দিবসে শহীদদের স্মরণে পটিয়ার বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে শিক্ষাসামগ্রী।

 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদিতে ফুল দিতে আসেন পটিয়ার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষাসামগ্রী। পটিয়ার বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সংবাদকর্মীরা ভিন্ন এ উদ্যোগ গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, দৈনিক সমকালের পটিয়া প্রতিনিধি আহমদ উল্লাহ, দৈনিক সংবাদের প্রতিনিধি নজরুল ইসলাম, কালের কন্ঠের পটিয়া প্রতিনিধি কাউছার আলম, বিজয় টিভির প্রতিনিধি তাপস দে আকাশ, স্কুল শিক্ষিকা মৌসুমী দেব, সকালের সময় প্রতিনিধি নয়ন শর্মা, ইউটিভার রাফিউল আকরাম আলভি প্রমুখ।

পটিয়া পৌরমেয়র আইয়ুব বাবুল বলেন, শহীদ মিনারে সবাই ফুল দিয়ে একুশে উদযাপন করে। পটিয়ার মাঠিতে বেড়ে উঠা শিশুদের বাংলা ভাষা সম্পর্কে জানাতে হলে চাই ভিন্ন কিছুর আয়োজন। সে কারণে শিশু-কিশোরদের ছুটির দিনে সংবাদকর্মীরা যে আয়োজন করেছে তা প্রশংসার দাবিদার। এতে করে শিশুরা উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সংবাদকর্মী আহমদ উল্লাহ বলেন, সংবাদকর্মীরা লেখনির মাধ্যমে সমাজের নানান বিষয় যেমন তুলে ধরেন পাশপাশি সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতেও কাজ করেন। মহান ভাষা শহীদ দিবসে পটিয়ার শিশু শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী উপহার দেওয়ার মাধ্যমে শিশুদের উৎসাহিত করাই মূল উদ্দেশ্য।

 

 

পূর্বকোণ/পিআ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট