চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

সর্বশেষ:

২০ ফেব্রুয়ারি, ২০২৩ | ৫:৫৯ অপরাহ্ণ

নানিয়ারচর সংবাদদাতা

সেনাবাহিনীর নানিয়ারচর জোনের জনকল‍্যাণমূলক কর্মসূচি

মানবিক সহায়তার অংশ হিসেবে রাঙ্গামাটি নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে জনকল‍্যাণমূলক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নানিয়ারচর জোনের আয়োজনে একটি বিশেষ কর্মসূচি উদ্বোধন করেন জোন অধিনায়ক লে. কর্নেল রুবাইয়াত হোসাইন।

এ সময় জোন চত্বরে উপজেলার ২ নম্বর ইউনিয়নের আগুনে দগ্ধ পাহাড়ি একটি পরিবার ও ইসলামপুরে আগুনে পুড়ে সিএনজিসহ সহায়সম্বল হারানো বাঙালি একটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং বুড়িঘাট ১৭ নম্বর টিলার অসহায় প্রতিবন্ধী কিশোরকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

জোন অধিনায়ক লে. কর্নেল রুবাইয়াত হোসাইন বলেন, পাহাড়ে শান্তি ও মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় জোনের অফিসারবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট