চট্টগ্রাম শনিবার, ২৫ মার্চ, ২০২৩

সর্বশেষ:

১৯ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:৪৫ অপরাহ্ণ

রাজস্থলী সংবাদদাতা

বাঙালহালিয়া ইউনিয়নের উপ নির্বাচনে ৫ জনের মনোনয়নপত্র দাখিল

রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

রবিবার (১৯ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তারা মনোনয়নপত্র দাখিল করেন।

 

মনোনয়নপত্র দাখিলকারীরা হল- কাইয়ুম হোসেন মিরাজ, আবুল কাসেম, আবদুল জব্বার, সিদ্দিক মোল্লা ও মাসুম তালুকদার।

 

উপজেলা নির্বাচন অফিসার উৎপল বড়ুয়া বলেন, ২০২২ সালের ২৮ ডিসেম্বর তিন নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল কাদের হাওলাদার মৃত্যুবরণ করায় পদটি শূন্য হলে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ২০ ফেব্রুয়ারি প্রার্থীতা বাছায়, ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার, ২৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

তিনি বলেন, বাঙালহালিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে মোট ভোটার ১১৩০। এবার প্রথম পর্যায়ে ইভিএমে ভোট গ্রহন হবে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট