চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

২৪ ঘণ্টার ব্যবধানে অপহৃত ২ যুবক উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

১৯ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:৪৬ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে অপহৃত ২ যুবককে ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শালেক নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রবিবার (১৯ ফেব্রুয়ারি) ঈদগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তার শালেক ঈদগাঁও ভাদিতলা এলাকার মো. গফুরের ছেলে। মুক্তি পাওয়া দুই যুবক হল-নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তোফান আলী পাড়া গ্রামের গফুরের ছেলে আবু তাহের (২৪) ও ছৈয়দুল হকের ছেলে রিফাত (২০)।

 

মুক্তিপ্রাপ্ত যুবকদের পরিবার জানান, ১৭ ফেব্রুয়ারি অপহরণের পর ২ জনের কাছ থেকে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। মুক্তিপণ না দিলে হত্যার হুমকি দেয়। পরদিন আবারো পরিবারকে ফোন করে মুক্তিপণের টাকার ব্যাপারে তাগাদা দেয় অপহরণকারীরা। সারাদিন দর কষাকষির পর জনপ্রতি ৫০ হাজার করে উভয়কে ১ লাখ টাকায় মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় তারা।

 

এ ব্যাপারে ঈদগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, অপহরণের ঘটনায় বন্দুকসহ শালেক নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি-অপহরণ সহ ৭টি মামলা রয়েছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট