চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ফসলি জমিতে পুকুর খনন, তিন লাখ টাকা জরিমানা গুণল যুবক

কর্ণফুলী সংবাদদাতা

১৯ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ফসলি জমিতে পুকুর খননের অপরাধে আলী আকবর (৩০) নামে এক যুবককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ কুমার চৌধুরী এ দণ্ড দেন।

আলী আকবর জুলধার ৮ নম্বর ওয়ার্ডের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পীযূষ কুমার চৌধুরী বলেন, কৃষি জমি সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে জেলা প্রশাসকের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ফসলি জমির উপরের মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় ফসলি জমির ক্ষায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর আওতায় আলী আকবর নামে এক যুবককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ফসলি জমি রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ কুমার চৌধুরী।

 

পূর্বকোণ/নয়ন/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট