১৯ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:৫৭ অপরাহ্ণ
টেকনাফ সংবাদদাতা
মিয়ানমার থেকে টেকনাফে পাচারকালে ১ কেজি ৩৫৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ কেজি ওজনের সুতার জাল জব্দ করা হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বিজিবির সদস্যরা নাফ নদীর জইল্লার দ্বীপ এলাকা থেকে এসব মাদক উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি তারা।
টেকনাফ-২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, শনিবার রাত ১টার দিকে নাফ নদীর জালিয়ার দ্বীপ এলাকা হতে মাদকসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। মিয়ানমার হতে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীর জালিয়ার দ্বীপে অবস্থান নেয় বিজিবি। এসময় দুই ব্যক্তি একটি কাঠের নৌকা যোগে মিয়ানমার হতে বাংলাদেশ অভিমুখে আসতে দেখে থামার সংকেত দেয় বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই আরোহী নৌকা থেকে লাফিয়ে সাঁতরিয়ে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশী চালিয়ে জালের সাথে মোড়ানো ১ কেজি ৩৫৩ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ কেজি ওজনের সুতার জালসহ নৌকাটি জব্দ করা হয়। জব্দকৃত নৌকা ও জাল টেকনাফ শুল্ক গুদামে ও মাদক বিনষ্ট করণের জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ