চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

লংগদুতে বোটের ইঞ্জিনে হিজাব পেঁচিয়ে শিশুর মৃত্যু

লংগদু সংবাদদাতা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ৪:৪৮ অপরাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলায় ইঞ্জিনচালিত বোটের মেশিনে হিজাব পেঁচিয়ে ইকরা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৫২ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

ইকরা লংগদু সদর ইউনিয়নের ঝর্ণাটিলা প্রবাসী নুর মোহাম্মদের মেয়ে।

স্থানীয়রা এবং বোট চালক (ইমাম) সাহাব জানান, শিশু ইকরা ইঞ্জিনের পাশে বসা ছিলো। হঠাৎ সে দুলতে দুলতে ইঞিনের ওপর পড়ে যায়। তখন হিজাব ইঞ্জিনের চাকার সাথে পেঁচিয়ে যায়। সাথে সাথে ইঞ্জিন বন্ধ করা হয়। পরে পাশের এক বাড়ি থেকে কাচি নিয়ে হিজাব কেটে তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

লংগদু সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আফজাল হোসেন বলেন, শিশুটিকে যখন হাসপাতালে নিয়ে আসে তখন আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি সে মৃত।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে পৌঁছি। বর্তমানে তদন্ত প্রক্রিয়াধীন আছে। অভিযোগের ভিত্তিতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

জানা গেছে, শিশু ইকরা স্থানীয় হেডম্যান টিলা দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট