চট্টগ্রাম বুধবার, ২৯ মার্চ, ২০২৩

সর্বশেষ:

১৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ২:২৫ অপরাহ্ণ

বান্দরবান প্রতিনিধি

জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের যারা প্রশ্রয় দেয় তাদের প্রতিহত করতে হবে’

পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের যারা প্রশ্রয় দেয় তাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। শান্তি-শৃঙ্খলা ছাড়া কখনই এলাকার উন্নয়ন সম্ভব নয়। এলাকার উন্নয়ন চাইলে অবশ্যই সন্ত্রাস জঙ্গিবাদকে সমূলে উৎপাটন করতে হবে।

 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের রুমায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন শেষে এক জনসভায় মন্ত্রী এসব কথা বলেন।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটি এম কাউছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন শিবলী, উপজেলা চেয়ারম‍্যান উহ্লাচিং মারমা জেলা পরিষদের সদস্য ক‍্যশাপ্রু মারমা, জুয়েল বম, তিংতিং মে প্রমুখ।

 

মন্ত্রী এর আগে দেড় কোটি টাকা ব‍্যয়ে রুমা বাস স্টেশনের ভিত্তিপ্রস্তরসহ বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন। এছাড়া গরীব অসহায়দের মাঝে ভিজিডির চাল ও প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণ করেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট