চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ফাইল ছবি

হাটহাজারীতে আগুনে পুড়ে ঘুমন্ত শিশু অঙ্গার, ৫ লাখ টাকার ক্ষতি

হাটহাজারী সংবাদদাতা

১৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ঘটনাস্থলে মারা গেছে হাবিবা আক্তার নামে এক বছর ৭ মাস বয়সী এক শিশু। অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বুড়িশ্চর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বুড়িশ্চর এলাকার দক্ষিণ বুড়িশ্চরের তালতলার সোলেমান কলোনিতে রান্নার চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনে মো. নাজিমের মালিকানাধীন দু’টি বসতঘরের ৬ কক্ষ বিশিষ্ট ৫টি ঘর সম্পূর্ণ ভষ্মীভূত হয়। এদিকে অগ্নিকাণ্ডের খবর পয়ে ঘটানস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কালুরঘাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

 

বিষয়টি নিশ্চিত করেন কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. বাহার উদ্দীন। পূর্বকোণকে তিনি বলেন, রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। এতে ঘরে ঘুমানো অবস্থায় ইয়ামিনের কন্যা হাবিবা আক্তার ঘর থেকে বের হতে না পেরে ঘটানাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

এদিকে ঘটনার খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম ঘটনাস্থল পরির্দশন করেন।

 

পূর্বকোণ/খোরশেদ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট