চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

থানচিতে ৩০ একর পপিখেত ধ্বংস

থানচি সংবাদদাতা

১৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:০৪ অপরাহ্ণ

বান্দরবানের থানচিতে অভিযান চালিয়ে পাহাড়ে ৩০ একর জমিতে চাষ করা পপি ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তিন্দু ইউনিয়নের কাইকা খুমি পাড়া এলাকায় এ পপিখেত ধ্বংস করা হয়।

 

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ৩০ জনের একটি দল তিন্দু ইউনিয়নের কাইকা খুমিপাড়া এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পপি চাষিরা পালিয়ে যান। সেখানে চাষ করা ৩০ একর জমির পপিখেত ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ১১ কোটি ২৫ লাখ টাকা।

 

বিজিবি বলিপাড়ার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম বলেন, আবাদ করা ৩০ একর জমিতে আনুমানিক কয়েক শ’ কেজি আফিম উৎপাদন হতো। এ ছাড়া উপজেলার গহিন অরণ্যে আরও কোনো পপিখেত আছে কি না, নজরদারি বাড়ানো হয়েছে।

 

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি দুইদফা একই এলাকায় অভিযানে প্রায় ১২ একর জমিতে পপিখেত পুড়িয়ে ধংস করেছে বিজিবি।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট