চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ৫:৩৮ অপরাহ্ণ

কক্সবাজার শহরের সমুদ্রসৈকতের কবিতা চত্বর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি রামদা, তিনটি কিরিচ, একটি ছুরি ও দুটি দেশি টিপ ছুরি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ২টায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- কক্সবাজার শহরের কলাতলীর চন্দ্রিমা মাঠ এলাকার রবিউল আলম, সমিতিপাড়া এলাকার রমজান আলী, বাদশাঘোনা এলাকার মো. ওসমান, নতুন বাহারছড়া এলাকার মঞ্জুর আলম, বৈদ্যঘোনা এলাকার মো. তাহের, শহরের দক্ষিণ ঘোনাপাড়া এলাকার নবী হোসেন, টেকনাফের জালিয়াপাড়া এলাকার মো. জোবায়ের ও মহেশখালীর ধলঘাটা এলাকার সাদ্দাম হোসেন।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার সবাই ডাকাত দলের সদস্য এবং তাহের ও মঞ্জু দুটি ডাকাত দলের প্রধান।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান কক্সবাজার র‌্যাব ১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

তিনি জানান, সৈকতের ঝাউবনের ভেতর কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আট জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, তারা পর্যটকদের ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল।

আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট