১৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ১:৫৫ অপরাহ্ণ
উখিয়া সংবাদদাতা
কক্সবাজারের উখিয়ায় ১ লাখ ৩০ হাজার টাকার জাল নোটসহ দুইজন মহিলাকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। গ্রেপ্তারকৃতরা হলো-পালংখালী ৩ নম্বর ওয়ার্ডের আবুল বশরের স্ত্রী রাশেদা বেগম (৩৫) ও মো. জুবায়ের স্ত্রী জোলেখা বেগম (২২)। এরা সম্পর্কে বোন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজার এলাকা থেকে ১ লাখ ৩০ হাজার টাকার জাল নোটসহ দুইজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশি জাল নোট কক্সবাজার জেলার বিভিন্ন জায়গায় বিক্রি ও লেনদেন করে আসছে বলে জানায়। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
পূর্বকোণ/পিআর/এএইচ