চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মানিকছড়িতে মৌমাছির কামড়ে শিশুসহ ১০ জন আহত

মানিকছড়ি সংবাদদাতা

১০ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:২৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়ি মৌমাছির কামড়ে দুই শিশুসহ ১০ জন আহত হয়েছে। যার মধ্যে গুরুতর আহত ৫ জন মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং অন্য ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের আছাদতলী এলাকার রহিম বক্স প্রকাশ করাতির বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে রহিম বক্সের ছেলে আলমগীরের স্ত্রী শান্তা আক্তার বাড়ির পাশের জমিতে গৃহপালিত গরু দেখতে গেলে এক ঝাক মৌমাছি তাকে আকস্মিকভাবে আক্রমণ করে। তাৎক্ষণিক তিনি (শান্তা) দৌড়ে বাড়িতে গেলে মৌমাছি গুলোও তার পিছু পিছু বাড়িতে চলে যায়। এসময় বাড়িতে থাকা আলমগীর (২৬), তার শিশুপুত্র রিফাত (৬), কন্যা মিমি আক্তার (৪) ও বাড়িতে কর্মরত এক নারী শ্রমিকসহ প্রতিবেশি আরও ৫ নারীর শরীরের বিভিন্ন স্থানে কামড়ে আহত করে। যার মধ্যে গুরুতর আহত ৫ জনকে মানিকছড়ি হাসপাতালে ভর্তি হয়।
মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মহি উদ্দিন জানান, দুপুরের পর মৌমাছির কামড়ে আহত ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে শিশুসহ ৩ জনের অবস্থা খুবই খারাপ। অনবরত বমি করছে। আশঙ্কাজনক হলে চমেক হাসপাতালে পাঠানো হবে।
পূর্বকোণ/রবিউল/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট