৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:১১ অপরাহ্ণ
রাউজান সংবাদদাতা
রাউজানের নোয়াপাড়ার কালীবাড়ি গেইট থেকে একই রাতে চার কৃষকের ৫ গরু চুরি হয়েছে।
গতকাল (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পশ্চিম নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গরুগুলোর দাম প্রায় ৫ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় বাসিন্দা নয়ন সারতি চৌধুরীসহ এলাকাবাসী জানান, মঙ্গলবার দিবাগত রাতে গরুগুলো গোয়াল ঘরে বাঁধা ছিল। রাতের কোন একসময়ে গোয়াল ঘরের দরজা কেটে সাধন চৌধুরীর ১টি, অজিত চক্রবর্তীর ১টি, অসিত চক্রবর্তীর ১টি ও আজিজুল হকের ২টিসহ বিভিন্ন জাতের গরু চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, ‘এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেন নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পূর্বকোণ/জেইউ/পারভেজ