চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

হাটহাজারীতে বাল্যবিবাহ বন্ধ করেছে ইউএনও

৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৮ ফেব্রুয়ারি) এই বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।

ওই শিক্ষার্থীর বাড়ি মেখল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে। সে গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।

 

জানা যায়, এর আগে গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) গড়দুয়ারা বহুমুখী উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থীদের একটি আবেদন উপজেলা নির্বাহী অফিসারের নিকট আসে। আবেদনে বিস্তারিত তথ্যের পাশাপাশি ২০২৪ সালে ওই শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের আকুতির কথাও জানায় তার সহপাঠীরা। এরই প্রেক্ষিতে মেখল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যের মাধ্যমে ওই শিক্ষার্থীর মাকে ইউএনও কার্যালয়ে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করেন ও ভবিষ্যতে কন্যাকে পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ের চেষ্টা করবেন না বলে মুচলেকা প্রদান করেন।

ইউএনও বলেন, এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সদস্যকে দায়িত্ব দেয়া হয়েছে।

 

পূর্বকোণ/খোরশেদ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট