চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বাঁশখালীতে ভেজাল ঘি কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বাঁশখালী সংবাদদাতা

৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে গড়ে তোলা চট্টলা ঘি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় নানা অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় কাথরিয়া দক্ষিণ মানিক পাঠান এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহামুদুল হাসান। তবে অভিযানের সময় পলাতক ছিলেন মালিক মোহাম্মদ নাছির।

পূর্বকোণকে তিনি বলেন, গোপন সংবাদে অভিযান পরিচালনা করে চট্টলা ঘি কারখানায় বেশকিছু স্টিকার, বোতলযুক্ত ডালডা, পামওয়েল, কাপড়ের রং ব্যবহার করে ঘাওয়া ঘি, ভেজিটেবল ঘি, পায়েসের পাউডার তৈরি, প্রক্রিয়াজাতকরণ সামগ্রী জব্দ করে কারখানাটি বন্ধ করে দেয়া হয়।

তিনি আরও বলেন, ঘি কারখানা প্রক্রিয়াজাতকরণ ও বিক্রির জন্য প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

পূর্বকোণ/অনুপম/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট