৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:৪৯ অপরাহ্ণ
কক্সবাজার সংবাদদাতা
কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে এসে অসুস্থ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির নাম ইসরাত জাহান কলি। সে বান্দরবান জেলার লামা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার মোহাম্মদ ইসহাকের মেয়ে।
এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।
স্বজনদের বরাতে তিনি জানান, সকালে ইসরাত জাহান কলি বাবা-মাসহ পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসেন। তারা সবাই ঘুরতে যান সৈকতে। পরে সবাই মিলে সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় সাগরে গোসেল করতে নামেন। গোসল শেষে সবাই উঠে আসার সময় সৈকতের বালিয়াড়িতে মাথা ঘুরে পড়ে যায় ইসরাত। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর ঘটনায় স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হন্তান্তর করা হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, দুপুর দেড়টার দিকে একটি কন্যাশিশুকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে এর আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে তার মৃত্যু হয়েছে।
পূর্বকোণ/আরফাতুল/মামুন/পারভেজ