৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ৩:২৬ অপরাহ্ণ
বাঁশখালী সংবাদদাতা
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার পাহাড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে অজ্ঞাতনামা এক নারীর (৫৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ধুইল্যা ঝিরি নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জলদী রেঞ্জ ও চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তারা পাহাড়ি এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে ওই অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেন। লাশটি বর্তমানে দাফনের জন্য আনা হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, দুই তিন দিন পূর্বে মহিলাটিকে হাতি আক্রমণ করে বলে ধারণা করা হচ্ছে। মানসিক ভারসাম্যহীন হতে পারে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান চৌধুরী বলেন, অজ্ঞাতনামা ওই নারীর পরিচয় পাওয়া যায় নি। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ওই নারীকে গাউছিয়া কমিটির হাতে হস্তান্তর করা হয়েছে। পূর্ব চাম্বলের একটি কবরস্থানে তাকে দাফন করা হবে।
পূর্বকোণ/পিআর/এএইচ